১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বীর উত্তম, তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে।
৭ নভেম্বর শুক্রবার ভোরে রেডিওতে ভেসে আসে, "আমি মেজর জেনারেল জিয়া বলছি।" জেনারেল জিয়া জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দিয়ে শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান। ওইদিন রাজধানী ঢাকা ছিল মিছিলের নগরী। পথে পথে সিপাহী-জনতা আলিঙ্গন করেছে একে অপরকে। "আল্লাহু আকবর", "বাংলাদেশ জিন্দাবাদ" ধ্বনিতে ফেটে পড়েন তারা। সিপাহী-জনতার মিলিত বিপ্লবে ভণ্ডুল হয়ে যায় স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী সব ষড়যন্ত্র। আনন্দে উদ্বেলিত হাজার হাজার মানুষ নেমে আসেন রাজপথে। সাধারণ মানুষ ট্যাঙ্কের নলে পরিয়ে দেন ফুলের মালা। এই আনন্দের ঢেউ রাজধানী ছাড়িয়ে দেশের সব শহর-নগর-গ্রামেও পৌঁছে যায়।
আমরা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দীক্ষা অন্তরে ধারন করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বিক্ষুব্ধ জনতা এক হয়ে অচিরেই এই ক্ষমতালিপ্সু স্বৈরতান্ত্রিক চক্রকে হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে ও স্বগৌরবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।
বাংলাদেশ-জিন্দাবাদ!
শহীদ জিয়া-অমর হোক!
0 Comments