ছাত্র রাজনীতি করা ছেলেগুলো বাদ্দাইমা, কাজ কাম নাই সারাদিন আজাইরা মিছিল মিটিং করে বেড়ায়!!!
ছাত্ররাজনীতির হাত ধরে এদেশের সাধারণ জনগণের স্বাধীনতার স্বপ্নপূরণ হয়েছিল। ছাত্ররাজনীতির নেতা-কর্মীরা সব সময়ই গণতন্ত্রের পক্ষে, নাগরিক স্বাধীনতার পক্ষে সংগ্রাম করেছে। বাক স্বাধীনতার পক্ষে গঠনমূলক রাজনীতি করেছে।
ছাত্ররাজনীতির যে কোন সংগঠনের বেশীরভাগ নেতা ক্রমাগত রাজনীতি করে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে এবং যারা ছাত্র রাজনীতির নেতৃত্বে ছিলেন তারা এখন দলে ভালো অবস্থানেই আছি।
বাংলাদেশের ছাত্ররাজনীতির ব্যাকগ্রাউন্ড যাদের তারা বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এটাই স্বাভাবিক। তরুণরা যখন আসে তখন একটা সংগঠনের প্রাণ সঞ্চার হবে রক্ত সঞ্চার হবে, প্রাণ শক্তিশালী হবে এটাই স্বাভাবিক।
যেকোনো দলের অনুসারী ছাত্র সংগঠনই সেই দলের নেতা রিক্রুটিংয়ের সেন্টার হিসেবে পরিগণিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির দিকেই তাকালে দেখা যায় বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে সমগ্র বিএনপিতে একটা বড় অংশ ছাত্রদলের সাবেক নেতারা। তারা এখন দলে অনেক বড় ভূমিকা পালন করছেন৷
একজন ছাত্রনেতা তার জীবনে কি কি বিসর্জন দেয় তার একটি ছোট্ট তালিকা
- স্বাস্থ্যের প্রতি অযত্ন
- ঠিকমতো খাওয়া ও ঘুম লাগেনা
- তপ্ত রোদে মিছিলে সময় যায়
- বাবা মায়ের আদর ভালবাসা বঞ্চিত
- আত্মীয় স্বজনদের অবহেলা
- এদের জীবনে প্রেম ভালবাসা থাকতে নেই
- তাই গার্লফ্রেন্ড এর প্রশ্নই আসেনা
- একজন ছাত্রনেতা যতদিনে বিয়ে করে ততদিনে তার বন্ধু-বান্ধবদের মেয়েরা রীতিমতো বিবাহযোগ্য পাত্রী হয়ে যায়।
ছাত্রনেতাদের যা যা করতে হয়
- ওমুক হাসপাতালে ভর্তি একটু যেতে পারবেন। ডাক্তার এখনো দেখেনি দেখেন তো একটু কিছুকরা যায় কিনা? হাসপাতালে ভর্তি আছে বেড পায়নি। কিছু করা যায়? ডাক্তার ভর্তি নিচ্ছে না একটু দেখেন তো ভর্তি করাতেই হবে। ওমুকের রক্ত লাগবে আর্জেন্ট ব্যাবস্থা করেন তো।
- ওমুকের তো স্কুলে ভর্তি হচ্ছে না। ভর্তির তারিখ শেষ, ভর্তি হতে না পারলে এক বছর নষ্ট হবে। হেড মাস্টার/প্রিন্সিপাল কে যে কারো দিয়ে ফোন দিয়ে একটু ম্যানেজ করে দিন তো প্লিজ।
- ওমুককে তো পুলিশে খামখা হয়রানি করেছে, কারণ ছাড়ায় থানায় তুলে নিয়ে গেছে একটু দেখবেন কি করা যায়?
- ওমুক তো ওমুক যায়গায় গেছিলো বেড়াতে ঝামেলায় পড়ে গেছে আপনার পরিচিত কাউকে একটু বলে দিন তো প্লিজ৷
- ওমুকের তো একটা চাকুরি লাগবে। লিখিত পরীক্ষায় টিকে গেছে। মৌখিক পরীক্ষা বাকি। একটু সুপারিশ করিয়ে দেন যে কাউকে দিয়ে, তাহলে পরিবার টার খুব উপকার হয়।
আর আপনি একজন সমাজের খুবই ভদ্র মানুষ, কিন্তু আপনি আপনাকে ও আপনার পরিবার ব্যাতিত অন্যকারো জন্য কি করেন? কিন্তু এই এরাই মানুষের জন্য যা করে তা একজন সাধারন মানুষ কোনদিনই পারে না। কয়েকটি উদাহরণ দিলাম মাত্র। একজন ছাত্রনেতার দিনই শুরু হয় এমন শত শত ঘটনা নিয়ে। তারা নিজের সবটাই উজার করে দেয়।
ভালো লাগে তখন যখন তার জন্য কারো মুখে হাসি ফোটে। এটাই পরম পাওয়া। এজন্য শত মানুষের শত ঘৃণা ও অবহেলা তার ভালোলাগার কাছে খুবই নগন্য।
২/৫ জন খারাপ সবখানেই আছে, তার জন্য সবাইকে দোষারোপ করা মোটেও ঠিক না।
0 Comments