Translate

Total Pageviews

সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহন করেন আদাবর থানা ছাত্রদল এর নেতৃবৃন্দ

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্হলে উপস্থিত আদাবর থানা ছাত্রদল এর সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা

লোকে লোকারণ্য হয়ে উঠেছে সিলেট বিএনপি'র সমাবেশ। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। তেল,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিএনপি সহ ভিন্নমতের রাজনৈতিক কর্মীদের গুম-হত্যা মিথ্যা মামলা-হামলা নির্যাতনের প্রতিবাদ। নির্বাচন কালের নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ সিলেটে বিএনপি'র সমাবেশ।

আদাবর থানা ছাত্রদলের নেতৃবৃন্দদের মধ্যে সমাবেশস্হলে উপস্থিত ছিলেন আদাবর থানা ছাত্রদলের সাবেক সভাপতি এইচ.এম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মহিবুল্লাহ, 

৩০নং ওয়ার্ড ছাত্রদল'এর সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাসান হৃদয়, সাবেক সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মহাসিন, 

সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশ আজ শনিবার সম্মেলনের তারিখ ধার্য হলেও বিএনপির সমাবেশের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় এবং গতকাল শুক্রবার সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। বিএনপির সমাবেশের আগে নানা ছুতায় পরিবহন ধর্মঘট ডাকায় সিলেট নগরী প্রায় অচল হওয়ার মুখে পড়েছে।

ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে (সাংগঠনিক বিভাগ) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ছাড়া আর সব সমাবেশের সময় পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। ময়মনসিংহে ধর্মঘট না থাকলেও যান চলাচল করেনি।

আগের অভিজ্ঞতায় সমাবেশে যোগদানে সমস্যায় পড়ার শঙ্কা মাথায় রেখে গত বৃহস্পতিবার আদাবর থানা ছাত্রদলের নেতৃবৃন্দরা সিটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গতকাল শুক্রবার সমাবেশস্হলে পৌঁছেছেন।



Post a Comment

0 Comments